সম্ভাবনাময় পর্যটন ৩য় পর্ব

সম্ভাবনাময় পর্যটন ৩য় পর্ব

আকর্ষণীয় পর্যটন হিসেবে বিবেচিত হতে পারে নদ-নদী    
মুহা: সাইফুল ইসলাম

বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশ দিয়ে প্রবাহিত হয়েছে পদ্মা, মেঘনা ও যমুনা প্রভৃতি নদী এবং তাদের শাখা প্রশাখাগুলো। বিনোদনমূলক পর্যটনের জন্য এদেশের নদ নদী আকর্ষণীয় পর্যটন পণ্য হিসেবে বিবেচিত হতে পারে।
তৃণমূল সাংবাদিকতার স্খীকৃতি স্বরুপ একাধিক জাতীয় পুরুস্কার প্রাপ্ত মুহা: সাইফুল ইসলাম লেখা ‘সম্ভাবনাময় পর্যটন’ শিরোনামে ধারাবাহিক প্রতিবেদনে ৩য় পর্ব হচ্ছে, আকর্ষণীয় পর্যটন হিসেবে বিবেচিত হতে পারে নদ-নদী    
 জানাগেছে, বিনোদনমূলক পর্যটনের জন্য এদেশের নদ নদী আকর্ষণীয় পর্যটন পণ্য হিসেবে বিবেচিত হতে পারে। নৌ-পর্যটনের মাধ্যমে পর্যটক আকর্ষনে বাংলাদেশ পর্যটন করপোরেশন ইতোমধ্যে একধাপ এগিয়ে রয়েছে। পর্যটন করপোরেশনের অনুরুপ বাংলাদেশে রিভারাইন ট্যুরিজম উন্নয়ন ও প্রসারের লক্ষ্যে প্রাইভেট ট্যুর অপারেটর সমূহ ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে। ইতোমধ্যেই দি গাইড নামক ট্যুর অপারেটর সংস্থা কয়েকটি নৌ-যান নিজস্ব ব্যবস্থাপনায় ব্যবস্থা করছে এবং দেশ বিদেশী পর্যটকদের নৌ আনন্দ ভ্রমণে উৎসাহিত করছে।
 বিশেষজ্ঞদের বক্তব্য ধারনা হচ্ছে, বাংলাদেশের প্রবাহিত বড়ো নদী পদ্মা, মেঘনা, যমুনা প্রভৃতি নদী এবং তাদের শাখা প্রশাখা রয়েছে। পাশাপাশি প্রত্যেক জেলায় উপজেলায় আকর্ষনীয় এমন রয়েছে যা স্থানীয় পর্যায়ে গড়ে উঠতে পারে। করতে পারে আকর্ষণীয়। নদ নদীর দুই কুল ঘিরে হাতে পারে দর্শনীয় স্থান।
 অভিযোগ রয়েছে, বাংলাদেশের খাল নদী দখল হয়ে যাচ্ছে। হুমকীর মুখে পড়েছে পরিবেশ। বিনষ্ট হচ্ছে সুন্দর দৃশ্য। খোজে পাচ্ছে না এ প্রজন্মের তরুন ও শিশু বিনোদনের স্থান কিংবা ভ্রমনের স্থান।
বিকল্প হিসাবে স্থানীয় ভাবে ভ্রমন ও বিনোদনের স্থান হতে পারে নদ নদীর পার্শ্ববর্তী এলাকা। জেলা ও উপজেলার প্রশাসন বিশেষ প্রকল্পের আওতায় সরেজমিন পরিদর্শনের মাধ্যমে চিহ্নিত করতে পারে মনোরম পরিবেশ ও আয় মূলক জায়গা নদ নদীর কুল। ইতিমধ্যে দৃষ্টান্তর হচ্ছে, গড়ে তোলা বিভাগীয় পর্যায়ে নদীর কুল ঘিরে গড়ে তোলা পার্ক। যা স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নিয়ন্ত্রনে থাকবে পরিচালনা গাইডলাইন এবং পরিচালনা পর্ষদ কমিটি।
নদী মাতৃক দেশ বাংলাদেশ এই নদীকে সুষ্ঠু ও পরিকল্পিতভাবে ব্যবহার করে নৌ পর্যটনের বিকাশ প্রসারের ঘটিয়ে এ খাত থেকে আয় করতে পারে বিপুল পরিমান দেশী ও বৈদেশিক মুদ্রা। এই মাধ্যমেটি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থানের বিশেষ অবদান রাখবে। চলবে